ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক, ও অর্ধশতাধিক বাস ও ব্যক্তিগত গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় নৌপথে ঝুঁকি এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ৩টা ১০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আর এই নৌপথে দুটি ফেরি মাঝ নদীতে আটকে যায়।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হলে সিরিয়াল অনুযায়ী অপেক্ষারত যানবাহনগুলোকে পাড় করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :