বোর্ডের সাথে মত বিরোধের কারণে পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি।
গিলেস্পির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘গিলেস্পির পদত্যাগে পাকিস্তানের লাল বলের ফরম্যাটে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক পেসার আকিব জাভেদ।’
এ বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন গিলেস্পি। একই সময় পাকিস্তান সাদা বলের ক্রিকেটে কোচ হন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন। কিন্তু পিসিবি সাথে মত বিরোধের কারণে গত অক্টোবরে কোচের পদ ছাড়েন কারস্টেন।
কারস্টেনের পদত্যাগে পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব পান আকিব। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলের সাথে কাজ করছেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও দলের দায়িত্ব পালন করবেন আকিব।
গত সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এবং পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের কারণে নির্বাচন প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো গিলেস্পিকে। এজন্য সংবাদমাধ্যমে নিজের হতাশা জানিয়েছিলেন তিনি।
এছাড়াও দলের সহকারী কোচ টিম নিলসনের সাথে পিসিবি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তে অখুশি হন গিলেস্পি।গত চার বছরে তিন ফরম্যাট মিলিয়ে ছয়বার কোচ বদল করেছে পাকিস্তান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :