AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০৪:০৭ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৪
তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ

আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলা শিকার হয়েছেন ছয় পুলিশ সদস্য। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, হামলায় তাদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এরআগে, বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করেছে তাহেরি; এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, কৌশলে পালিয়ে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

আহতরা পুলিশ সদস্যরা হলেন– এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের।

এর আগে, গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করলে; পুলিশ গিয়ে মাহফিল শেষ করার কথা বলে। পরে হামলায় আহত হন এক পুলিশ সদস্য।

এছাড়া, মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে তাহেরির বিরুদ্ধে। এই ঘটনায় তাহেরি’সহ ১৫ জনের নামে মামলা করে পুলিশ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!