AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবস উপলক্ষে সব বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১২ এএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
বিজয় দিবস উপলক্ষে সব বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারগুলোতেও বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারে বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার। ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির জানান, ১৬ ডিসেম্বর বন্দিরা দুপুরে ও সকালে বিজয় দিবস উপলক্ষে খাবেন বিশেষ খাবার। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।


বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে খিচুড়ি ও ডিম, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবার-সাদা ভাত, আলুর দম, মাছ ভাজা।

 

ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার। সরকারিভাবে বরাদ্দ ও নিয়মিত বরাদ্দ জনপ্রতি ১৫০ টাকা ব্যয় যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় নোটিশে।

 


একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!