AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৬ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট

উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে গুরুত্ব দিচ্ছে সরকার। আর রাজস্ব আদায়ের গতি আমলে নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট হবে।

রাজধানীর আগারগাঁওয়ে আজ সোমবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিদায়ী সরকার স্থানীয় গ্যাস উত্তোলনে উদাসীন থেকে আমদানির এলএনজি, কয়লা ব্যবহারে বেশি আগ্রহী ছিল।

চলতি বছরের প্রথম ৫ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেশ ধীর গতি দেখা গেছে। তবে, অন্তবর্তী সরকার প্রকল্প অনুমোদনে বাড়তি পর্যালোচনা রাখছে। বাদ দেওয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প ।

সোমবার একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যেখানে ব্যয় হবে ১ হাজার ৯৭৪ কোটি টাকা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প বাস্তবায়নেও ধীর গতি ছিল বিদায়ী সরকারের আমলে।

একনেক সভায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াকরণে ৩ প্রকল্প অনুমোদন হয়। উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তায় সামনে এমন আরও প্রকল্প অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার।

জীব বৈচিত্র রক্ষায় সংরক্ষিত বনকে প্রাধান্য দিয়ে সভায় মৌলভীবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়।

উপদেষ্টা আরও বলেন, সংশোধিত বাজেটে এডিপির আকার ছোট হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!