পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-খুলনা রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। পদ্মাসেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল রুটে চলবে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন।মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এই রুটে ট্রেন চলাচলর উদ্বোধন করবেন রেলপথ উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম।
সোমবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই দুটি ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গত শনিবার। টিকিট কেনা যাচ্ছে অনলাইন এবং নির্ধারিত স্টেশনের কাউন্টার থেকে। দুটি ট্রেনেরই সাপ্তাহিক বিরতি থাকবে সোমবার।
রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। এই রুট চালু হওয়ায় যাতায়াতের সময় কমেছে। নতুন ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোল পৌঁছানো যাবে। বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট লাগে।
নতুন ট্রেনের মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) খুলনা থেকে ভোর ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এবং ৮২৬ নম্বর ট্রেনটি ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।
যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাডা, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।
অন্যদিকে, রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৮) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে বেনাপোল পৌঁছাবে দুপুর ২টা ৩০ মিনিটে। এবং বেনাপোল থেকে ৮২৭ নাম্বার ট্রেনটি দুপুর সাড়ে ৩টায় বেনাপোল ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।যাত্রাপথে ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে। ট্রেন দুটিতে ১২টি কোচে মোট ৭৬৮টি আসন থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :