বাংলাদেশে অভ্যন্তরীণ নৌযান চলাচল পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনার নিমিত্ত নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর শ্রম ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, সকল নৌরুটে নৌপুলিশের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এম ভি আল-বাখারা জাহাজে নিহত সাত জনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, আমরা মানবিক কারণে সরকারের পক্ষ থেকে জাহাজে সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। ইতোমধ্যে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। খুনের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের অর্থনীতি সচল রাখতে নৌপরিবহন সেক্টরকে চালু রাখার জন্য উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত আহ্বান জানান। নৌপুলিশকে দূর্ঘটনাপ্রবন এলাকায় দ্রুত অভিযোগ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
শ্রম অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব, নৌপরিবহন সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ কোস্টগার্ড, শ্রম অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ- বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ হেডকোয়ার্টার, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিগণ এ সময়ে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :