সচিবালয়ের ভয়াবহ আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে আজ। এখনো প্রতিবেদন জমা দেয়নি কমিটি।
প্রধান উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে আশ্বাস দেয়ার পরও দুপুর পর্যন্ত সংবাদমাধ্যম কর্মীদেরকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
গত বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রসহ সবকিছু। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যয়ের তদন্ত কমিটি গঠন করা হয় এবং তিন দিনের মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়।
সোমবার প্রাথমিক প্রতিবেদন জমা দেয়া হবে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে রোববার বিকেলে নিশ্চিত করা হয়। তবে এখনো পর্যন্ত প্রতিবেদন জমা দেয়া হয়নি বলে জানা গেছে।
এদিকে , শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদফতরের ইস্যু করা সাংবাদিকদের সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার পর, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে অস্থায়ী পাসের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
কিন্তু সোমবার দুপুর পর্যন্ত সাংবাদিকরা সচিবালয়ের বাইরে অপেক্ষা করতে থাকেন। দুপুর পর্যন্ত তাদের প্রবেশের অনুমতি মেলেনি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :