স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতের হুঙ্কারের জবাবে বাংলাদেশও ‘প্রতিহুঙ্কার’ দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০ তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় তিনি বলেন, মিয়ানমার সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত। সীমান্তে শান্তি রক্ষায় ও সেন্টমার্টিনে নিরাপদ যাতায়াতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথে বাংলাদেশ সরকার যোগাযোগ অব্যাহত রেখেছে।
উপদেষ্টা বলেন, পুলিশ-বিজিবির জনবল বৃদ্ধি ও আধুনিকায়ণে কাজ করছে সরকার। এসময় অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে দেশের পরিস্থিতির সত্য প্রচারে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :