AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়নি সংস্কার কমিশনগুলো, সময় পেছাল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৮ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়নি সংস্কার কমিশনগুলো, সময় পেছাল

আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছে না সংস্কার কমিশনগুলো। ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানায়।

এরমধ্যে গত ৩ অক্টোবর পাঁচটি কমিশন এবং পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়। যেখানে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনগুলোকে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব জমা দেয়ার কথা জানিয়েছিলেন কমিশনগুলোর প্রধানরা।

তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কোনো কমিশন থেকেই সংস্কার প্রস্তাব জমা দেয়নি। ছয় সংস্কার কমিশনই প্রস্তাব জমা দেয়ার সময় বাড়িয়ে নিয়েছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়া হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, দেরিতে কাজ শুরু করার কারণে ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। একইদিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয়।

আর পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব জমা দেবে ১৫ জানুয়ারি। বাকি বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিতেও আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।
 

 

একুশে সংবাদ/স.ট/এনএস

Link copied!