AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, চূড়ান্ত তালিকা প্রকাশ ২ মার্চ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৩ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, চূড়ান্ত তালিকা প্রকাশ ২ মার্চ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটার তালিকা হালনাগাদ আগামী ২০ জানুয়ারি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) এবং ২ মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার।

মো. সানাউল্লাহ বলেন, ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন।

ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বানও জানান নির্বাচন কমিশনার। খসড়া ভোটার তালিকা নিয়ে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩১২ জন ভোটার বেড়েছে। যা ১.০৫ শতাংশ বেশি।

ইসি সানাউল্লাহ আরও বলেন, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। অপরদিকে নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৪০৯ জন।

এবার ভোটার তালিকায় সাতটি দেশের ১৩ হাজার ১৫১ জন প্রবাসীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!