বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি এস এম ফরহাদ ও উপদেষ্টা আসিফ মাহমুদসহ কয়েকজনের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।
গতকাল বুধবার (১ জানুয়ারি) রাত থেকে তাদের আইডি অকার্যকর দেখা যাচ্ছে। জানা যায়, স্ক্যামার গ্রুপের সাইবার হামলার শঙ্কায় তারা স্বেচ্ছায় আইডি ডি-অ্যাক্টিভেট করে রেখেছেন।
Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি পেজ দাবি করেছে, দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে সাইয়্যেদ আব্দুল্লাহ ও তালাত মাহমুদ রাফির আইডি ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে ছাত্রশিবির সেক্রেটারি এস এম ফরহাদ এবং সাইয়্যেদ আব্দুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী লীগের সাইবার টিম পরিকল্পিতভাবে তাদের আইডি টার্গেট করেছে। এদিকে Crack Platoon পেজ জানায়, তারা মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে এবং কোনো সংঘবদ্ধ সাইবার টিমের সঙ্গে তাদের সম্পর্ক নেই।
নিরাপত্তা নিশ্চিত হলে আইডি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :