AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় ৩৪ কোটি টাকা বরাদ্দ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৯ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় ৩৪ কোটি টাকা বরাদ্দ

শীতার্ত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল। পাশাপাশি, ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয়ের জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভার জন্য কম্বল কিনতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া শীত মৌসুমের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলার শীতার্ত মানুষের মাঝে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা অর্থ দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান সঠিকভাবে মেনে চলা হয়েছে। জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসাররা জরুরিভিত্তিতে কম্বল কিনে ইতোমধ্যে সেগুলো দুস্থদের মাঝে বিতরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কম্বল বিতরণ এবং ক্রয় প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকির জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!