ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে, ১৩ জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়ায় শীতের অনুভূতি কমতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে জানান, “শৈত্যপ্রবাহ পুরোপুরি শেষ হবে কি না, তা নিশ্চিত নয়। তবে তাপমাত্রা বাড়ার ফলে সাময়িকভাবে শীতের প্রকোপ কমতে পারে।”
শুক্রবার (৩ জানুয়ারি) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়াসহ রংপুর বিভাগের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :