AB Bank
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনাকে ফেরানোর নোট পেয়েছি, বিস্তারিত জানাতে পারছি না: জয়সওয়াল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:০৩ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
শেখ হাসিনাকে ফেরানোর নোট পেয়েছি, বিস্তারিত জানাতে পারছি না: জয়সওয়াল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার বিষয়টি আবারও নিশ্চিত করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তবে তিনি এ বিষয়ে আরও কোনো তথ্য নেই বলে উল্লেখ করেন। পাশাপাশি বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিচারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান জয়সওয়াল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পাঠানো কূটনৈতিক নোট নিয়ে প্রথম প্রশ্নটি করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। জয়সওয়াল বলেন, ‘আমরা আগেও এ নিয়ে নিশ্চিত করেছি। এর আগে বলেছি, প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এর সঙ্গে যোগ করার মতো আর কোনো তথ্য আমার কাছে নেই।’

এ ছাড়া বাংলাদেশ ইস্যুতে আরও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন রণধীর জয়সওয়াল। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সে বিষয়ে আমরা আহ্বান জানাচ্ছি।’

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এ সময় তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিচারের স্বার্থে এবং মামলাগুলোর প্রক্রিয়া এগিয়ে নিতে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না পেলে দিল্লিকে পুনরায় তাগিদপত্র পাঠানো হবে বলে ইতিমধ্যে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ইস্যুতে ভারতের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ সম্পর্কে কিছু জানানো হয়নি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!