AB Bank
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৯ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদের অব্যাহতির নির্দেশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের কারণে ২ জানুয়ারি অপরাহ্ণ থেকে তাদের প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো। এ ঘটনায় অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা ওই দিন রাতেই মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন বলে জানা গেছে।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ জুন টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৪তম ব্যাচের ৭৯৩ জন প্রশিক্ষণার্থীর জন্য ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ছয়জন অসুস্থ হওয়ায় প্রশিক্ষণ থেকে বাদ পড়েন। পরবর্তীতে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। তবে সেটি বাতিল করে নতুন তারিখ হিসেবে ২০২৫ সালের ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ ২০২৪ সালের ২৪ জুন থেকে শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ পূর্বে ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে অনিবার্য কারণে ওই তারিখে কুচকাওয়াজ স্থগিত করা হয় এবং নতুন তারিখ হিসেবে ২০২৫ সালের ১২ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!