পটুয়াখালী গলাচিপা ঘন কুয়াশার সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং বেলা বাড়তে থাকলেও দেখা মিলছে না সূর্যের।
গলাচিপায় এ বছরের সর্বনিম্ন দশ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কলাপাড়া আবহাওয়া অফিস,এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্নয়ের খেটে খাওয়া মানুষেরা,মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে গলাচিপা উপজেলার প্রায় দুই শততিক মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
আজ সকাল ১১ টায় নির্বাহী অফিসারের অফিসের সামনে থেকে তালতলী রতনদি, চিকনি কান্দি ও কলাগাছিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ মিজানুর রহমান।এসব ইউনিয়নের কম্বল বিতরণ শেষে দুপুর ১টায় চলে যান গলাচিপা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মানতা সম্প্রদায় মানুষের কাছে দুপুর ২ টায় প্রায় এক শতাধিক মানতা সম্প্রদায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
মানতা সম্প্রদায়ের মানুষ কখনো নির্বাহী অফিসারের হাত থেকে কম্বল পায়নি তাই প্রথমবারের মতন তার হাত থেকে কম্বল পেয়ে খুশি এ সম্প্রদায়ের জনগোষ্ঠী।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :