প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে।
শনিবার (৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রূপা হক তার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ড. ইউনূস রূপা হককে বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই নির্বাচনে বাংলাদেশে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার।
ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক আগামী নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান।
ড. ইউনূস রুপা হককে জানান, তারা আগামী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করেছেন—একটি এই বছর এবং অন্যটি আগামী বছরের মাঝামাঝি সময়ে।
তবে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের তারিখ জনগণের চাওয়া ও সংস্কারের স্তরের ওপর নির্ভর করবে।
রূপা হক তার পরবর্তী নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।
প্রফেসর ইউনূস রূপা হককে জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের ওপর শেখ হাসিনা সরকারের নির্যাতনের বর্ণনা দেন। এ সময় ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যানও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/স.ট/এনএস
আপনার মতামত লিখুন :