AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোববার ভারত থেকে দেশে ফিরছেন ৯০ জেলে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৬ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
রোববার ভারত থেকে দেশে ফিরছেন ৯০ জেলে

বন্দি বিনিময় চুক্তির আওতায় রোববার (৫ জানুয়ারি) ভারত থেকে ৯০ জন জেলে দেশে ফিরবেন, এবং একই দিন বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাবে ৯৫ জন জেলে। এটি জানিয়েছে আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৪ জানুয়ারি) সকালেই ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে, এবং পারাদীপ থেকে ৭৮ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে, বাংলাদেশে বন্দি থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বন্দি ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও নামখানার বাসিন্দা।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভারতীয় মৎস্যজীবীদের সোমবার (৬ জানুয়ারি) গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে। ওই সময় গঙ্গাসাগরে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় কাকদ্বীপের ছয়টি ট্রলার আটক করে বাংলাদেশের কোস্ট গার্ড। ওই ট্রলারগুলোর মধ্যে ৯৫ জন মৎস্যজীবী ছিলেন, যাদের গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আটক ছয়টি ট্রলার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

কাকদ্বীপের মৎস্যজীবীদের বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানার পরেই তাদের ভারতে ফিরিয়ে আনার জন্য তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করে ওই মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Link copied!