মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো তার নাম ও পরিচয় জানা যায়নি। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দোগাছি সার্ভিস লেনের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দোগাছি মেডিক্যাল সার্ভিসেস এর কেয়ারটেকার রনি ফরাজী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, উদ্ধার করা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাকে দু’দিন আগে এই এলাকায় দেখা যায়। তিনি দোগাছি এলাকায় বালুর মাঠে অবস্থান করছিল। এক লোক ঘাস কাটতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা শনিবার বিকেলে পুলিশকে খবর দেয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি ভবঘুরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :