গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন মন্তব্য করেছেন, ৭২ এর সংবিধান নতুন করে ঠিক করার কিছু নেই। তিনি বলেন, শেখ হাসিনার দুঃশাসনের কারণে সম্পূর্ণ সংবিধানকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।
রোববার (৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, জনআকাঙ্খা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে। তবে ৭২ এর সংবিধানকে অবমূল্যায়ন করে কবর রচনার মতো মন্তব্য না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে লক্ষ্য অর্জন করতে হবে এবং সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি সকলকে ধৈর্য ধরতে এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :