AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশি-ভারতীয় বন্দি জেলেদের হস্তান্তর সম্পন্ন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৮ পিএম, ৫ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশি-ভারতীয় বন্দি জেলেদের হস্তান্তর সম্পন্ন

ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীর পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর সম্পন্ন হয়েছে, এমনটি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ড থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে, দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে, অন্যদিকে ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ হস্তান্তর কার্যক্রম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে সম্পন্ন হয়।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে, বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওনা হয়েছেন এবং সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবার সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!