AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদা পোশাকে কোনো আসামি গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৪ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
সাদা পোশাকে কোনো আসামি গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এখন থেকে কোনো আসামিকে সাধারণ পোশাকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের  তিনি এ তথ্য জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের সীমান্ত পুরোপুরি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি, তিনি জানান যে, এখন থেকে ডিবি সাধারণ পোশাক পরে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না।

এছাড়া তিনি উল্লেখ করেন, মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) পরিবর্তে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করার পরিকল্পনা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার সব পাসপোর্টকে ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, “চলতি বছরেই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এই কাজ শেষ করতে চাই।”

তিনি আরও জানান, সেবার মান উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া এখনো বেশি সময় নেয়ার কারণে তিনি দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার রোহিঙ্গাদের যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া, পাসপোর্ট ইস্যুতে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা চালু থাকবে কি না, তা নিয়ে তিনি বর্তমান পাসপোর্ট পরিচালকের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে যারা ভিসা ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন, তারা যদি ভিসা সংগ্রহ না করেন, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!