মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে, যার মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, বর্তমানে ৮২৬ শহীদ এবং প্রায় ১১ হাজার আহত ব্যক্তি রয়েছেন। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ হবে এবং শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে দেওয়া হবে। শহীদ পরিবার প্রতিটি ৩০ লাখ টাকা এবং আহতরা ৫, ৩, ২ লাখ টাকা করে পাবেন।
তিনি আরও বলেন, জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে, যা আগামী সপ্তাহ থেকেই বিতরণ শুরু হবে। শহীদ পরিবারকে এ মাসে ১০ লাখ টাকা করে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে দেওয়া হবে, এবং জুলাই মাসে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। আগামী অর্থবছরের শুরুতে শহীদ পরিবার ও গুরুতর আহতদের জন্য মাসিক ভাতা শুরু হবে। বর্তমানে ২০০ জন গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরও জানান, শহীদদের তালিকা স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
তিনি বলেন, জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে, তবে শহীদ পরিবার ও আহতদের সরকারিভাবে যেকোনো সরকারের সময়েই সুবিধা প্রদান নিশ্চিত করতে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। পরবর্তীতে তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগও থাকবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :