AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুরস্কের বাণিজ্য মন্ত্রী ঢাকায় আসছেন


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:৪৮ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
তুরস্কের বাণিজ্য মন্ত্রী ঢাকায় আসছেন

আগামী বৃহস্পতিার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোলাতের নেতৃত্বে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন। জানা গেছে, একদিনের সফরে আসছেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত। তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সফরে সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সুযোগ উন্মোচনে সহায়ক হবে বলে আশা দুই দেশের।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশে আসবেন বলে জানা যায়। সেসময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকটি বাণিজ্য উপদেষ্টার কার্যালয় সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার সম্ভাবনা এবং তুরস্কের মন্ত্রীর আসন্ন সফরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঐ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের এবং এটি দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, তুরস্কের বাণিজ্যমন্ত্রীর এই সফর কেবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সংহতি প্রকাশের দৃষ্টান্তই নয়, বরং দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের একটি বড় পদক্ষেপ। তিনি সফরের পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বাণিজ্য উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!