AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিযুক্তদের দেশত্যাগ করতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২২ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
অভিযুক্তদের দেশত্যাগ করতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকেই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মূল কারণ, সেসময় সরকার ছিল না। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের ব্যবস্থা করা হবে। আপাতত ১০০ জনকে নেওয়া হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে।

এ ছাড়া ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

র‍্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানিলন্ডারিংয়ের রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

যানজট নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!