AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাবি আদায়ে রাজপথ দখল সমাধান নয়: ডিএমপি কমিশনার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৬ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
দাবি আদায়ে রাজপথ দখল সমাধান নয়: ডিএমপি কমিশনার

সম্প্রতি বিভিন্ন গোষ্ঠী তাদের দাবি আদায়ের জন্য রাজপথ দখল করার চেষ্টা করছে, তবে তারা মনে করছে রাজপথ দখল করলে তাদের দাবি আদায় হবে। তবে এটি কোনো সমাধান নয়, এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সম্প্রতি বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় ছোটখাটো দাবি আদায়ে রাস্তা অবরোধ করে। তারা মনে করে, রাস্তা দখল করে তাদের দাবি পূর্ণ হবে, যা ঢাকা শহরের already ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থাকে আরও সমস্যায় ফেলছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়, বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট এবং রামপুরা রোডে এই সমস্যা বেশি দেখা যায়।

তিনি এ সময় সংশ্লিষ্ট গোষ্ঠীগুলিকে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নিতে অনুরোধ জানিয়ে বলেন, ঢাকায় উত্তর দক্ষিণের রাস্তা খুবই সীমিত, তাই একটি রাস্তা বন্ধ হয়ে গেলে পুরো শহরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তিনি আরও বলেন, দাবি আদায়ের জন্য খোলামাঠ বা অডিটোরিয়াম ব্যবহার করুন, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে আলোচনা করে সমস্যার সমাধান করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আরও সংকটমুক্ত করুন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, ৫ আগস্টের পর পুলিশের কিছুটা নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে, তবে পুলিশ সেগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরের পুলিশের আচরণ থেকে বেরিয়ে আসার জন্য পুলিশ সচেষ্ট রয়েছে, তবে ৪০ হাজার পুলিশ সদস্যকে একে একে পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

এ সময় তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বর্তমানে ছিনতাই রোধে কার্যক্রম চালাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!