AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিলো আফগানিস্তান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৪ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিলো আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই মেন্টর নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইউনিস খানকে দলের মেন্টর বা পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের এই খেলোয়াড়কে মেন্টর হিসেবে দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছে এসিবি। আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে ইউনিসের সম্পর্ক বেশ পুরানো। এর আগেও দলটির সঙ্গে কাজ করেছেন তিনি। ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন ইউনিস।

আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, এসিবি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাবেক পাকিস্তান ক্রিকেটার ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন। কোচ হিসেবে বেশ অভিজ্ঞ ইউনিস। ক্রিকেট ছাড়ার পর থেকে নিয়মিতই কোচিং পেশায় নিয়োজিত আছেন তিনি। আফগানিস্তান ছাড়াও পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।  

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির সঙ্গেও কাজ করতে দেখা গেছে ইউনিসকে। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচের ভূমিকায় দেখা যায় তাকে।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৮ হাজার রান আছে ইউনিস খানের রেকর্ড বুকে। ১১৮ টেস্ট ক্যারিয়ারে দশ হাজারি ক্লাবের সদস্য তিনি। দারুণ ব্যাটিংয়ে আইসিসি র‍্যাংকিংয়ের সেরা ব্যাটারও ছিলেন তিনি। ইউনিস খানের নেতৃত্বে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঘরে তুলে নেয় পাকিস্তান।

একুশে সংবাদ/ এস কে

Link copied!