AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসসির নতুন সদস্যদের শপথ সমালোচনার মুখে স্থগিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৬ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
পিএসসির নতুন সদস্যদের শপথ সমালোচনার মুখে স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সম্প্রতি নিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পিএসসির চিঠিতে বলা হয়েছে, চলমান নিয়োগ পরীক্ষার জরুরি কাজের কারণে নবনিযুক্ত সদস্যদের শপথ গ্রহণের নির্ধারিত তারিখ ৯ জানুয়ারি ২০২৫ স্থগিত করা হলো।

পিএসসির একটি সূত্র জানিয়েছে, নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনার কারণে শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, নবনিযুক্ত সদস্যদের মধ্যে কয়েকজন সাবেক সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় সমালোচনা চলছে।

গত ২ জানুয়ারি নতুন সদস্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক শাহনাজ সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান, মো. মুনির হোসেন এবং সাব্বির আহমেদ চৌধুরী।

এর আগে ৮ সদস্য নিয়োগ দেয় সরকার। বর্তমানে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর নতুন চেয়ারম্যানসহ নতুন সদস্যদের নিয়োগ দেয় সরকার।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!