জাতীয় নির্বাচন আয়োজনই বর্তমানে নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি।
আজ রোববার, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তিনি উল্লেখ করেন, একদিনে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
কমিশনার সানাউল্লাহ জানান, সরকার যদি চিঠি প্রদান করে, তবে জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়াকে কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন কমিশনার সানাউল্লাহ। তিনি জানান, কমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ বাতিল করতে সরকারের কাছে একটি চিঠি পাঠাবে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :