প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দেশে একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
রোববার নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসনের সঙ্গে সাক্ষাৎকালে এই পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী সাধারণ নির্বাচনকে বাংলাদেশে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করতে পরিকল্পনা করা হচ্ছে, যাতে এটি দেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠে।
এ সময়, রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নরওয়ের পণ্য এশিয়াতে বিতরণের জন্য বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করুন, যাতে নরওয়ে থেকে লোক আনার প্রয়োজন না হয়। তিনি এ কাজে বাংলাদেশের তরুণদের অংশগ্রহণেরও পরামর্শ দেন।
এ সময়, ড. মুহাম্মদ ইউনূস নরওয়েজিয়ান টেলিকম কোম্পানি টেলিনরের প্রথম বিদেশি সংস্থা, গ্রামীণফোনের উদাহরণ তুলে ধরেন, যা টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে।
আলাপচারিতার এক পর্যায়ে, রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করেন, যাতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির পূর্ণ সমর্থন প্রকাশ করা হয়। তিনি বলেন, নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংস্কারের প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানান।
রাষ্ট্রদূত নরওয়েজিয়ান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির প্রশংসাও করেন।
তিনি বলেন, জাহাজ রিসাইক্লিং শিল্পে এবং সবুজ জ্বালানি পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরওয়ে। এছাড়া ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়েও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ আছে নরওয়ের।
এরপর প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানেও নরওয়ের সহায়তা কামনা করেন। নরওয়ে রাষ্ট্রদূতকে তিনি বলেন, শান্তিরক্ষায় নরওয়ে বড় ভূমিকা পালন করেছে। সুতরাং রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের আপনার সহায়তার প্রয়োজন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :