বগি লাইনচ্যুতির ঘটনায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১০টা ৪৫ মিনিটে উদ্ধারকাজ শেষ হলে বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে সাড়ে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে পৌঁছানোর পর ট্রেনটির চার নম্বর বগি লাইনচ্যুত হয়।
এতে রেললাইনের বেশ কয়েকটি স্থানে ভাঙন ধরে এবং স্লিপারের সঙ্গে রেললাইন আটকানোর হুকগুলো ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী ক্রেন ঈশ্বরদী থেকে এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এরপর রেল চলাচল পুনরায় চালু হয়।
তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখন পর্যায়ক্রমে সব ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাবে।
যাত্রী সবুজ ইসলামসহ কয়েকজন জানান, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হওয়ার সময় একটি বিকট শব্দ হয়। লাইনচ্যুত বগিটি প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। এ সময় বগির ভেতরে ধোঁয়া দেখা গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ট্রেনটি থামলে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
রেল বিভাগ জানিয়েছে, ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।
পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন, ট্রেনটি উদ্ধারের পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :