AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএমপি ভাইরাস নিয়ে বিমানবন্দরগুলোকে বিশেষ নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫৯ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
এইচএমপি ভাইরাস নিয়ে বিমানবন্দরগুলোকে বিশেষ নির্দেশনা

করোনা মহামারি শুরুর পাঁচ বছর পর চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপি ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) এখন বাংলাদেশেও শনাক্ত হয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করেছে। এর প্রেক্ষিতে, এই ভাইরাস নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (১৩ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা যায়, বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি একজন নারী। ভাইরাসটির দেশে শনাক্ত হওয়ায়, স্বাস্থ্য অধিদপ্তর জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব ও তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষত ১৪ বছর বয়সের কম শিশুরা এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া, যারা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, তাদের জন্য এই ভাইরাসটি মারাত্মক হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে যেমন এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে, তেমনি পৃথিবীর অন্যান্য দেশে এটি ছড়িয়ে পড়েছে। সম্প্রতি চীন ও অন্যান্য দেশগুলোতে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে এটি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। এর জন্য, সব চিকিৎসা সেবা কেন্দ্র এবং পয়েন্ট অব এন্ট্রি-তে স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে অনুসরণ করা উচিত।

এ বিষয়ে, ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা পালন এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!