জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, নির্বাচনের সময়সীমা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল। জাতিসংঘ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। তবে, তারা নির্বাচনে কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন এবং জানান যে, জাতিসংঘ নির্বাচনে সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় নির্বাচনে সহায়তা চেয়েছে এবং এ বিষয়ে সহায়তার সম্ভাব্য উপায়গুলো খতিয়ে দেখতে তারা নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। এই প্রক্রিয়া শুরুর জন্য জাতিসংঘ একটি অ্যাসেসমেন্ট টিম পাঠাবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব।
গোয়েন লুইস বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :