AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আমেরিকা,ভারত, চীনসহ সব দেশের সঙ্গে সম্পর্ক হবে ভারসাম্যের’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৮ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
‘আমেরিকা,ভারত, চীনসহ সব দেশের সঙ্গে সম্পর্ক হবে ভারসাম্যের’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত, চীন ও আমেরিকাসহ সব দেশের সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হবে এবং সর্বদা দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, আগামী ২০ জানুয়ারি তিনি ৩ দিনের দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন। আসন্ন এই বেইজিং সফর নিয়ে বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, চীন সফরে ঋণের সুদহার কমানো এবং পরিশোধের মেয়াদ ৩০ বছর করার প্রস্তাব দেওয়া হবে।

তিনি বলেন, তিন দিনের সফরের সময় অর্থনৈতিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে এবং বাজেট সহায়তার জন্য প্রস্তাবও করা হবে।

পররাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে না হলেও নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে শেষ হয়ে যাওয়া এমওইউ নবায়ন করা হবে। এ সফরেই এই সমঝোতা স্মারক সই হবে।’

আমেরিকাসহ এ ধরনের বড় দেশের সঙ্গে সম্পর্ক সরকার ভিত্তিক নয়; দেশটিতে নতুন সরকার এলে সম্পর্কে কোনো হোচট খাবে না–আশা পররাষ্ট্র উপদেষ্টার।

এসময় উপদেষ্টা বলেন, ‘ভারত, চীন ও আমেরিকাসহ সব দেশের সঙ্গে সম্পর্ক হবে ভারসাম্যের, প্রাধান্য পাবে দেশের স্বার্থ। বাংলাদেশের স্বার্থে সব সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!