গতকাল বুধবার (১৫ জানুয়ারি) মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ১৫ জানুয়ারি মতিঝিলের এনটিসিবি ভবনের সামনে একদল জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীর শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। সব দুষ্কৃতকারীকে বিচারের আওতায় আনা হবে।
বার্তায় আরো বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান নেই। সরকার সতর্ক করে দিচ্ছে যে, সম্প্রীতি, শান্তি এবং আইন-শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :