AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২০ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের "নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন" প্রকল্পের স্টিয়ারিং কমিটির বৈঠক গত ১৫ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন" প্রকল্পের অবশিষ্ট কাজ এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্পটির অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে চলমান প্রকল্পের পুনর্মূল্যায়ন ও আরডিপিপি প্রণয়ন এবং পরবর্তী কর্মপরিধি নির্ধারণকল্পে ‍‍`অর্পিত ক্রয় কার্য‍‍` হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে গত বছরের ১১ নভেম্বর ও গত ১৩ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!