প্রধান উপদেষ্টার টাইম ফ্রেম অনুযায়ী আগামী নির্বাচন দেয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আগামী ছয় মাসে মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রবিবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, আইন বহির্ভূত কোন সিদ্ধান্ত নেয়া হবে না। সন্দেহ দুর করার জন্যই নতুন ভাবে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে। নতুন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে ইউএনডিপির সাহায্য চাওয়া হয়েছিলো এবং খুব দ্রুত তাতে সারা দিয়েছে দাতা সংস্থাটি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
একুশে সংবাদ//আ.টি//র.ন
আপনার মতামত লিখুন :