AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না : সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৫ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৫
আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, "আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধি-বিধানের মধ্যে থাকতে চাই এবং একটি ফ্রি ও ফেয়ার নির্বাচন উপহার দিতে চাই, যেখানে সব প্লেয়ার অবাধে অংশগ্রহণ করতে পারে। আমরা এজন্য একটি সুষ্ঠু মাঠ তৈরি করতে চাই।"

তিনি রোববার (১৯ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ গ্রহণ করার সময় এসব কথা বলেন, যা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, "ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডিসেম্বরে তারা আমার সঙ্গে দেখা করার পর ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য প্রস্তাব দিয়েছিল। আমি অত্যন্ত আনন্দিত যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরাসহ অন্যান্য উপকরণ দিয়ে সহায়তা করেছে। আজ থেকেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলো এবং আশা করছি, আগামী জাতীয় নির্বাচনেও তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করবে।"

তিনি আরও বলেন, "২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে, এবং আজকের এই উপকরণের হস্তান্তরের মাধ্যমে সহায়তার কাজ শুরু হলো। ভবিষ্যতে এই ধরনের আরও উপকরণ আসবে, ইনশাআল্লাহ। আশা করি, ইউএনডিপি আমাদের পুরো নিবন্ধন কার্যক্রমে সহায়তা প্রদান করবে।"

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, "জাতীয় নির্বাচনে সহায়তার জন্য ইউএনডিপি’র নিড অ্যাসেসমেন্ট টিম এসেছে এবং আমরা বুঝতে পারছি যে তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। নির্বাচন প্রক্রিয়ায় অনেক কিছু প্রয়োজন এবং ভোটার তালিকা নিয়ে জনমনে যে সন্দেহ রয়েছে, তা দূর করতে আমরা কাজ করছি। এজন্য আগামীকাল থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে, এবং আমরা আশা করছি, এতে জনগণের সন্দেহ দূর হবে।"

সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, "আমরা ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। বর্তমানে ভোটার প্রবৃদ্ধির হার ১.৫৫ শতাংশ। এ কার্যক্রমে ৬৫ হাজার লোকবল কাজ করবে। একটি বৃহৎ প্রোগ্রাম নিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করা সম্ভব হয়।"

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!