AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
অবৈধ সম্পদ অর্জন

সাবেক এমপি বাহারসহ স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫৮ পিএম, ২০ জানুয়ারি, ২০২৫
সাবেক এমপি বাহারসহ স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোট ৭২ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৬৫৩ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাদেরকে এসব মামলায় আসামি করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) এসব মামলা হয়েছে বলে সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

তিনি বলেন, সাবেক এমপি বাহার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২৯টি ব্যাংক হিসাবে ২৫৮ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৯০৫ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় সাবেক মেয়র তাহসীন বাহারকে আসামি করা হয়েছে। তার জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। আর তার ১৬ টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় মামলায় আসামি হয়েছেন সাবেক এমপি বাহাউদ্দীন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেসা। একজন গৃহিনী হয়ে তার স্বামীর অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এছাড়াও আসামী আ ক ম বাহাউদ্দিনের দুই মেয়ে আয়মান বাহারের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ সম্পদ এবং আজিজা বাহারের বিরুদ্ধে ৬৫ লাখ ৫৫ হাজার ২২২ টাকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। তথ্যের সঠিকতা বা যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরুপনের জন্য তাদের দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক পৃথক পৃথক সম্পদ বিবরণী চেয়ে নোটিস জারি করে দুদক।

ক্ষমতার পট পরিবর্তনের পর পরিবারসহ আত্মগোপনে আছে তারা। গেল বছরের ২৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন গুলি ও হত্যাচেষ্টার অভিযোগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন ওরফে বাহারকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা হয়েছে।

গেল বছরের আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে বাবা-মেয়ের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা করা হয়েছে। এর বাইরে বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের একটি মামলা করা হয়েছে। গেল নভেম্বরে বাহার ও তার স্ত্রী’র দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বাহাউদ্দিন বাহার ২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। আর তার মেয়ে সূচনা গেল বছরের ৯ মার্চ উপনির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পর তিনি মেয়র পদ থেকে অপসারিত হন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!