চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বাড়ানো নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া অর্থনীতি, বাণিজ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন উভয় পক্ষ।
আলোচনায় গুরুত্ব পায় ঋণ সহায়তার ক্ষেত্রে ছাড়সহ স্বাস্থ্য ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা।
এর আগে সোমবার প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :