সরকারি খরচে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ৪৬ জন বাংলাদেশি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফেরা এই ৪৬ জন প্রবাসীকে সম্পূর্ণ সরকারি খরচে ফিরিয়ে আনা হয়েছে।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এই ফ্লাইট পরিচালনায় সহায়তা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত লেবানন থেকে ২০টি ফ্লাইটে এক হাজার ২৯২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের সরকার নিজ খরচে ফিরিয়ে আনবে। এ ছাড়া দেশে ফিরতে ইচ্ছুক ও অনিচ্ছুক উভয় শ্রেণির বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :