জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য ড. সীমা জামান পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং ১২ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, "বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর ড. সীমা জামান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র ১২ জানুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করে তাঁকে কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন।"
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :