AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৮ এএম, ২৩ জানুয়ারি, ২০২৫
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভাবিক হ‌য়ে‌ছে। কুয়াশা কে‌টে গে‌লে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল শুরু হয়। ত‌বে দীর্ঘ সময় ফে‌রি বন্ধ থাকার কার‌ণে ঘা‌টে কিছু যানবাহ‌নের সা‌রি তৈ‌রি হ‌য়ে‌ছে। দ্রুত সম‌য়ে আমরা অপেক্ষায় থাকা যানবাহনগু‌লো নদী পার হ‌বে ব‌লে আশা কর‌ছি।’

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৩০ মি‌নিট থেকে কুয়াশার কারণে এ রুটে ফে‌রি বন্ধ রা‌খে বিআইডব্লিউটিসি। এতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ে।

জানা যায়, বুধবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়লে রাত সাড়ে ৩টার পর ফেরি চলাচলের বিকন বাতি এবং চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফ‌লে দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ফেরি বন্ধের ফলে ঘাট এলাকায় যানবাহনের সারি এবং যাত্রীদের ভোগান্তি বাড়‌তে থা‌কে। গাড়ির চালক, শ্রমিক এবং যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে  ঘাটে অপেক্ষা করতে থা‌কে।

উল্লেখ্য, এই নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করে।

 

একুশে সংবাদ/ এস কে 

Shwapno
Link copied!