AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাবি আদায়ে শিক্ষকদের শপথবাক্য পাঠ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৩ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
দাবি আদায়ে শিক্ষকদের শপথবাক্য পাঠ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবিতে শিক্ষকরা জাতীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন। সমাবেশে তারা নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেছেন এবং অধিকার আদায়ের প্রশ্নে কারও সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ১০ম গ্রেডের দাবিতে তারা সমাবেশ শুরু করেন। এর আগে সারা দেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে এসে অবস্থান নেন।

সমাবেশে শপথ বাক্য পাঠ করান ফরিদপুরের বোয়ালমারী ভিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজেদুল হক বাবুল।

তিনি শপথ পাঠ করেন: “আমি শপথ নিচ্ছি যে, শিক্ষার্থীদের উন্নত জীবনমান অর্জনে সর্বদা সচেষ্ট থাকবো। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমার অর্পিত দায়িত্ব পালন করবো। পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নের আন্দোলনে, সংকটময় মুহূর্তে, ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের অধিকার আদায়ে কারও সঙ্গে কোনো আপোস করবো না।”

হে প্রভু আমাদের শক্তি দিন, আমরা যেন জাতি গঠনে ও আমাদের মর্যাদার লড়াইয়ে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পারি। দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমিন।

এর আগে আজ (শুক্রবার) ভোর থেকেই সারাদেশ থেকে এসে শহীদ মিনারে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।

Link copied!