সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে রওনা হয়েছেন।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়।
১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন— মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা। তবে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। বাধার মুখে শিক্ষকরা রাস্তার ওপর বসে প্রতিবাদ জানান।
পরে পুলিশ কর্মকর্তারা তাদের আলোচনার প্রস্তাব দেন। এসময় শিক্ষকরা এতে রাজি হয়ে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নাম প্রস্তাব করেন৷ পরে ৪টা ৪০ মিনিটের দিকে তাদের শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :