বাংলাদেশে ৭২ সালের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানে বর্বরোচিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে আয়োজিত `মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস` কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, "বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় একদলীয় সংবিধান দিয়ে কখনো সম্ভব না। আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান তৈরি করতে হবে। এই সুযোগটি, যা ২৪ সালে এসেছে, তা কাজে লাগাতে হবে।"
গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, "এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ।"
সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাগরিক কমিটির এ নেতা বলেন, রক্ত দিয়েছি, রক্ত আরও দেবো। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :