AB Bank
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুষ্ঠু ভোটের জন্য পুলিশের ওপর নির্ভর করতে চাই না: সিইসি নাসির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৩ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
সুষ্ঠু ভোটের জন্য পুলিশের ওপর নির্ভর করতে চাই না: সিইসি নাসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমরা শুধু পুলিশের ওপর নির্ভর করতে চাই না; বরং জনগণের ওপরই আস্থা রাখবো। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দেবে, এবং তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে যেন কোনো অনিয়ম না ঘটে বা কেউ ভোটের অধিকার ছিনিয়ে নিতে না পারে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর টকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রদত্ত লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই শুরু করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আমরা সরকারের অর্থ সাশ্রয় করতে চাই এবং কার্যক্রমকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে নাসির উদ্দিন বলেন, রুলস অব দ্যা গেম না থাকায় নির্বাচনের কাজে আগাতে পারছে না ইসি।

তিনি আরও বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না। তাই আইনের সংশোধন জরুরি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে সিইসি বলেন, সুপারিশ অনেক কিছু দেওয়া যায়। বাস্তবায়ন করা কঠিন।

সীমানা নির্ধারণে ইসির হস্তক্ষেপ না রাখার সুপারিশকে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, এটা ইসির এখতিয়ার। এতে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!