AB Bank
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৯ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৫
টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

টেবিলের নিচে ঘুষ দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট প্রদানই ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, "আমরা গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যাব। আমার মনে আছে, একসময় ২০ হাজার টাকা ঘুষ দিয়ে টেলিফোন লাইন নিতে হয়েছিল। এমন পরিস্থিতি এড়াতে আমরা সংস্কার কার্যক্রম চালিয়ে যাব। ট্যাক্স, নীতি এবং ভ্যাট বিষয়ে সংস্কার করব। ভ্যাট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে আমরা অবশ্যই এই ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনব।"

সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত "রিফর্মস ইন কাস্টমস, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বাড়তি ভ্যাট নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "বাড়তি ভ্যাট দিলেও অন্য দিক থেকে সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়ীদের বিভিন্ন খাতে বাড়তি টাকা ব্যয় করতে হবে না, সবকিছু ভ্যাটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এখন কিন্তু ঢাকা-বগুড়া ট্রাক ভাড়াও কমে গেছে। একটু ধৈর্য ধরুন। বাড়তি ভ্যাট দিয়ে মাতারবাড়ী পোর্টসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করছি না, জনগণের জন্য কাজ করছি।"
 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!