ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ আছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
সোমবার (২৭ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বর্তমানে কারাগারে সুস্থ আছেন।
এদিন সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত বছরের ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরদিন আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে, এতে আহত হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১২ সেপ্টেম্বর শামসুদ্দিন চৌধুরী মানিককে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।
একুশে সংবাদ/স.ট/এনএস
আপনার মতামত লিখুন :